প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত বর্ণনাঃপ্রতিষ্ঠানটি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলাধীন ২নং খাজাঞ্চি ইউ. পি. হরিপুর মৌজার ছহিফা গঞ্জ বাজারে মৃত্য সুরমা নদীর দক্ষিন তীরে অবস্থিত। বর্তমানে ১ম হতে ১০ম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান ও সাধারণ শাখায় (সহশিক্ষা) ৬৯৮ জন ছাত্র/ছাত্রী অধ্যায়নরত। ১৮ জন শিক্ষক ও কর্মচারী কর্মরত। রাগীব আলী ভবন, ফ্যাসোলেটিজ ভবন, আধাপাকা ভবনসহ ৩টি ভবনে প্রায় ১,০০০ (এক হাজার) ছাত্র/ছাত্রী অধ্যায়নের সুযোগ বিদ্যমান, মাদরাসার সামনে প্রশস্ত খেলার মাঠ, বিশুদ্ধ পানীয় জল ও পয়নিশ্কাশন ব্যবস্থা সন্তোশজনক।
প্রতিষ্ঠানের ইতিহাসঃ সিলেট জেলার প্রথম মুসলিম মহিলা কবি ছহিফা ভানু ০৫/০১/১৯১৪ইং সালে ছহিফা গঞ্জ সুলতানিয়া নামে একটি মক্তব স্থাপন করেন। ০৬/০৬/১৯৭৪ইং সনে শিক্ষা মন্ত্রনালয়ের অধীন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড হতে দাখিল স্থরের মঞ্জুরী লাভ করে। ০১/০৬/১৯৮৩ইং সনে অত্র পতিষ্ঠানটি এম পি ও ভুক্তি হয়। ২০০৯ইং সনে বিজ্ঞান শাখা অনুমোদন লাভ করে।
প্রতিষ্ঠানের প্রধানের নাম ও তথ্যঃ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস